শিরোনামঃ
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা মুলে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাণীনগর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৩ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, আদালতের দেয়া বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়াভুক্ত পলাতক আসামীদের ধরতে উপজেলা জুড়ে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে শেফাদুল ইসলাম (৫০), একই গ্রামের বাবুর ছেলে বিদ্যুৎ হোসেন (২৫) ও ভবানীপুর গ্রামের বাঘার ছেলে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার (তৃতীয় তলা),
বেগম রোকেয়া স্মরনী, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@priyonews24.com