শিরোনামঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট বঙ্গবন্ধু চত্ত্বরে ১০ দিনব্যাপী মুজিব শতবর্ষ উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় এ উৎসবের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বসুরহাট পৌরসভার আয়োজনে এ উৎসবে ১০ দিব ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগ নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, মোঃ ইউনুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুল, শওকত আজীম জাবেদ, মেয়রের সহধর্মিণী আক্তার জাহান বকুল, নারী নেত্রী নাজমা বেগম শিফা প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার (তৃতীয় তলা),
বেগম রোকেয়া স্মরনী, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : [email protected]