শিরোনামঃ
স্বাস্থ্যবিধি অমান্য করায় পাঁচ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ এপ্রিল) দুপুরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সাগরিয়া বাজারে এই জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব কান্তি রুদ্র।
জানা যায়, স্বাস্থ্য বিধি নিশ্চত করতে বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলার সাগরিয়া বাজারে সরকারি আদেশ অমান্য করে বিভিন্ন বস্ত্রবিতান খোলা পাওয়া যায়।
পরে খোলা থাকা ৫টি দোকান মালিককে এক হাজার করে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট। এসময় অনেক দোকান মালিককে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে পালিয়ে যেতে দেখা যায়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট সজিব কান্তি রুদ্র বলেন, স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে প্রতিদিন আমরা মাঠে কাজ করছি। জরিমানার পাশাপাশি অনেক জায়গায় মাইকিং করেও আমরা জনগনকে সচেতন করার চেষ্টা করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার (তৃতীয় তলা),
বেগম রোকেয়া স্মরনী, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : [email protected]