শিরোনামঃ
করাচিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা। ম্যাচে টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামকে ১৩ রানে সাজঘরের পথ দেখিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৬২ রান। ডিন এলগার ৩১ আর ভ্যান ডার ডাসেন ১৬ রানে অপরাজিত আছেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার, এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডাসেন, ফাফ ডু প্লেসিস, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (অধিনায়ক), জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে, লুঙ্গি এনগিদি।
পাকিস্তান একাদশ : আবিদ আলি, ইমরান বাট, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলি, নোমান আলি, ইয়াসির শাহ, শাহীন শাহ আফ্রিদি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার (তৃতীয় তলা),
বেগম রোকেয়া স্মরনী, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : [email protected]