শিরোনামঃ
ভর্তি নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য কোটা পূরণে প্রায় ১৮ হাজার আবেদনকারীর লটারি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে লটারি সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়। রাত ৯টার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ই-মেইলের মাধ্যমে লটারির ফলাফল পাঠিয়ে দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে জানা যায়, বিভিন্ন কোটা পূরণে মোট ১৭ হাজার ৭৯৯ জনের আবেদনের মধ্যে দ্বিতীয় দফায় ভর্তির ডিজিটাল লটারি সম্পন্ন হয়েছে। এতে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও শিক্ষক-কর্মচারীর সন্তান কোটা রয়েছে।
লটারির ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান পাঠানো হয়েছে। যেসব স্কুলে আসন শূন্য আছে ফলাফলের ভিত্তিতে তারা শিক্ষার্থী ভর্তি করবে। আগামী ২৮ জানুয়ারির মধ্যে এ ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশের জন্য আজ মাউশি পরিচালকের (মাধ্যমিক) কক্ষে এ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়। এটি অধিদফতরের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
মাউশি থেকে জানানো হয়, কোটা পূরণের লক্ষ্যে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল আগের মতো স্ব স্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে সংগ্রহপূর্বক তাদের ভর্তি কার্যক্রম আগামী ২৮ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার (তৃতীয় তলা),
বেগম রোকেয়া স্মরনী, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : [email protected]