শিরোনামঃ
বসুন্ধরা কিংস আগেই নিশ্চিত করেছিল, পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ করছে। দ্বিতীয় দলটি কে হবে-আবাহনী নাকি শেখ জামাল? উত্তর মিলেছে রোববার প্রথমপর্বের শেষ ম্যাচের পর। মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগের প্রথমপর্ব শেষ করেছে শেখ জামাল।
দুই বিদেশির দুই গোলে মোহামেডানকে হারিয়েছে শেখ জামাল। ২৫ মিনিটে উজবেকিস্তানের ওতাবেকের গোলে এগিয়ে যায় শেখ জামাল। গাম্বিয়ান সলোমন কিং কনফার্ম ব্যবধান ২-০ করেন ৮৩ মিনিটে।
১২ ম্যাচে শেখ জামালের এটি ছিল সপ্তম জয়। ৭ জয় ও ৫ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে প্রথমপর্ব শেষ করলো শেখ জামাল। অন্যদিকে মোহামেডানের অবস্থান প্রথমপর্ব শেষে ছয়ে।
প্রথমপর্বের ১২ ম্যাচের মধ্যে মোহামেডান জিতেছে ৫টি, ড্র করেছে ৪টি। ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে এখনও প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারা মোহামেডান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার (তৃতীয় তলা),
বেগম রোকেয়া স্মরনী, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : [email protected]