শিরোনামঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ম নির্মাতা চয়নিকা চৌধুরী। গত ৫ এপ্রিল তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর ফেসবুকে খবরটি প্রথম জানান৷ তিনি লেখেন, 'নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে এভার কেয়ার হসপিটালের ডাক্তার আয়াজের আন্ডারে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন৷ সবাই দিদির জন্য দোয়া করবেন।'
এরপরই চয়নিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন৷ এ নির্মাতা জানান, 'আপাতত ভালো আছি। শুধু সর্দি আছে। এছাড়া জ্বর, কাশি, মাথা ব্যথা বা শ্বাস কষ্ট নেই। আগামীকাল চেস্ট স্ক্যান করাব। তারপর বুঝতে পারব কি অবস্থা। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক আয়াজের তত্ত্বাবধানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন চয়নিকা চৌধুরী। প্রতিদিন তার সঙ্গে যোগাযোগ রাখছেন।
এরইমধ্যে শোবিজ অঙ্গনের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন বরেণ্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত, প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, গাজী রাকায়েত, চিত্রনায়ক রিয়াজ, শামীমা তুষ্টি, নায়িকা কবরী, শহীদুজ্জামান সেলিম ও রোজি সেলিমসহ অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার (তৃতীয় তলা),
বেগম রোকেয়া স্মরনী, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : [email protected]